শনিবার ইউরোপজুড়ে বিভিন্ন বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বন্ধ হয়ে যায় এসব স্বয়ংক্রিয় পরিষেবা। এ ঘটনার সবচেয়ে বেশি প্রভাব পড়ে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে। এতে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বহু ফ্লাইট, বাতিলও করতে হয়েছে কয়েকটি এয়ারলাইন্সের কয়েকশ ফ্লাইট। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস গুরুতর সমস্যায় পড়েছে। তাদের মূল প্রতিষ্ঠান আরটিএক্স জানিয়েছে, বিশেষ কয়েকটি বিমানবন্দরের সফটওয়্যারে ‘সাইবার-সম্পর্কিত সমস্যা’ ধরা পড়েছে। তবে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ফলে পুরোনো পদ্ধতিতে হাতে চেক-ইন করতে হচ্ছে। এতে ফ্লাইটের সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে। এক বিবৃতিতে কলিনস অ্যারোস্পেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে বর্তমানে তারা নিয়মিত...