দেশের ক্রিকেট পাড়ার আলোচনার টেবিলের বড় একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। শুরুতে জানা গিয়েছিল, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তবে পিছিয়ে গেছে নির্বাচনের সময়। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানেই দেখা যায়, পিছিয়ে গেছে নির্বাচনের দিন। পূর্বে ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা শোনা গেলেও নির্বাচন পিছিয়ে গেছে দুই দিন। তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তফসিল অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরেরদিন ২৩ সেপ্টেম্বর খসরা ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর ২৪ সেপ্টেম্বর শুনানী হবে আপত্তি। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়পত্র...