২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম ফিলিস্তিনের গাজায় ২৩ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ উপত্যকাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে আগ্রাসনমূলক এই কর্মকাণ্ডে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর পরম বন্ধুর এমন সমর্থন পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে দখলদার রাষ্ট্রটি। সবশেষ গাজার যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতারের রাজধানী দোহায়ও হামলা চালিয়েছে তারা। এর ফলে, থমকে গেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। তবে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা থামানোর একটি পথ এখনও অবশিষ্ট আছে বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।...