২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ডের মনিপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা জনগণের হাতে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে গ্রামে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও উন্নয়নের ধারা নিশ্চিত করতে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। চৌদ্দগ্রামে ভূতুড়ে বিল ও...