ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ১০ বছর বয়সী শিহাব মাহমুদ মাত্র ১১ মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিহাবসহ আরও আটজন কুরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক এবং ছাত্ররা। শিহাব মাহমুদ ২০১৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কাঁঠালিয়া উপজেলার সদরের বাসিন্দা এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শহীদুল ইসলাম ও স্কুলশিক্ষিকা মাহমুদা আক্তারের একমাত্র সন্তান। শিহাবের বাবা শহীদুল ইসলাম বলেন, ছেলের এই অর্জন আমাদের গর্বিত করেছে। সন্তান আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মা মাহমুদা আক্তার বলেন, একজন মা হিসেবে সন্তানের এই অর্জন আমার...