নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ সেপ্টেম্বর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে ৫,৩৮১.৮৪ পয়েন্টে নেমে এসেছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২১ আগস্ট সূচক ছিল ৫,৩৮৪.৯০ পয়েন্ট। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এই রেকর্ড পতনের পেছনে মূল ভূমিকা রেখেছে ১০টি কোম্পানি। কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক এবং বিএটিবিসি। এই ১০টি কোম্পানি সম্মিলিতভাবে ডিএসই সূচক থেকে ২৪ পয়েন্টের বেশি বিয়োগ করেছে। • ইসলামী ব্যাংক: সূচক থেকে সবচেয়ে বেশি পয়েন্ট (৭ পয়েন্টের বেশি) বিয়োগ করেছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ২.৮২...