বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন আগামী ৬ অক্টোবর।রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল জানিয়েছে সংস্থাটি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলতে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় প্রকাশ করা হবে শীর্ষ দুটি পদের ফলাফল। সরাসরি ভোটের পাশাপাশি বিশেষ বিবেচনায় পোস্টাল ও ই-ব্যালটে ভোট দিয়া যাবে। সেক্ষেত্রে প্রযোজ্য ভোটার বিসিবির ওয়েবসাইট থেকে ব্যালট সংগ্রহ করে ৬ অক্টোবর দুপুর দুটার মধ্যে বিসিবির ই-মেইলে অথবা মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে পৌঁছে দেবেন। আগামী ২২ সেপ্টেম্বর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোন আপত্তি থাকলে পরদিন আপিল করা যাবে। আপিলের শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা...