ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন শুরু হওয়ার আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজই এই ঘোষণার কথা রয়েছে। একই দিনে যুক্তরাজ্য ও পর্তুগালও ফিলিস্তিনিদের বহুদিনের প্রত্যাশিত স্বীকৃতি দিতে প্রস্তুত। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইসরায়েল।এদিকে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও অস্ট্রেলিয়া তাদের অবস্থানে অনড় রয়েছে। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি—এ ধরনের স্বীকৃতি সহায়ক হবে না। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।”এ বিষয়ে জেরুজালেমে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন। একই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন যে, এর জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিতে...