আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফেরত দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। এর পরিপ্রেক্ষিতে এবার রীতিমতো হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দেয়, তাহলে খুবই খারপ কিছু ঘটতে পারে।’ আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থানের সময় বাগরাম ছিল প্রধান বিমানঘাঁটি। এটি রাজধানী কাবুল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগ ওঠে আল কায়েদার বিরুদ্ধে। এরপর আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হলে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি তৈরি করে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনারা থাকা অবস্থায় এই ঘাঁটিতে বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা দখলের পর ঘাঁটিরও...