সরকার এখন সত্যিকার অর্থে একটা বিপদে আছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তার ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন পদ্ধতিসহ বেশ কিছু বিষয় নিয়ে সরকার এখন চাপের মধ্যে আছে। ড. মুহাম্মদ ইউনূস পর্ব কার্যত শেষ পর্যায়ে বলেও মন্তব্য করেন মোস্তফা ফিরোজ।সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-এর এক ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি।মোস্তফা ফিরোজ বলেন, সরকার এখন সত্যিকার অর্থে একটা বিপদে আছে। রাজনৈতিক মতানৈক্যের কারণে জুলাই সনদ চূড়ান্ত হতে পারছে না। কোন পদ্ধতিতে নির্বাচন হবে? জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই হইতে হবে নাকি পরে? সাংবিধানিক আদেশ, গণভোট, গণপরিষদ গঠন এসব নানা রকম ভেজাল নিয়ে আছে সরকার। কোনোভাবেই এটাকে এক জায়গায় করতে পারছে না।জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রবিবার মধ্যরাতে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।...