‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন। নারী শিক্ষার্থীদের নির্বাচনে প্রার্থী হতে বাধা তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারী শিক্ষার্থীরা কটূক্তির শিকার হচ্ছেন।’ আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (বাসদ)–সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ। দুপুর ১২টায় ক্যাম্পাসের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্যানেলের পরিচিতি দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, ‘প্রশাসন এখনো ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ। ভর্তি ফরম, সেশনজট, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, মেডিকেল, শাটল ট্রেন ও শিক্ষার্থীদের ওপর হামলায় নীরব থাকা প্রমাণ করে যে তারা দায়িত্বহীন। আমরা একটি...