উপ-উপাচার্য ও প্রক্টরকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি পালন করছেন। তাদের কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে ক্যাম্পাসজুড়ে। প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে। ‘ফাঁকা’ ক্যাম্পাসে রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারে ‘ভাটা’ পড়েছে। তবে কর্মবিরতির মাঝেও কয়েকজন শিক্ষক ক্যাম্পাসের খোলা জায়গায় ক্লাস নিয়েছেন। কিছু ব্যাচের ল্যাব টেস্টও অনুষ্ঠিত হয়েছে এ দিন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী, রবীন্দ্রনাথ ঠাকুর, জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন, মমতাজউদ্দিন কলা ভবন এবং শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবন ঘুরে দেখা গেছে, অ্যাকাডেমিক ভবনগুলোতে কোন শিক্ষার্থী নেই। ক্লাস রুমগুলোতে ঝুলছে তালা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোর্শেদুল ইসলাম পিটার এ দিন ‘টুকিটাকি চত্বরে’ ক্লাস করিয়েছেন। আর ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষক ল্যাব টেস্ট নিয়েছেন। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমে...