কুঁচকির চোট পুরোপুরি সারেনি। তবুও দলের জন্য কিছু করার তাড়নায় ঝুঁকি নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে গেলেন কোল পালমার। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের এই প্রচেষ্টা মনে ধরেছে চেলসি কোচ এন্টসো মারেস্কার। ওল্ড ট্রাফোর্ডে শনিবার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে চেলসির শুরুর একাদশে ছিলেন পালমার। কিন্তু মাত্র ২১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। এদিন শুরুতেই গোলরক্ষক রবের্ত সানচেসকে হারানো ধাক্কা খায় চেলসি। পঞ্চম মিনিটে বক্সের বাইরে বেরিয়ে এসে ইউনাইটেডের ব্রায়ান এমবুমোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সানচেস। এরপর দলে বদল আনতে শুরু করেন মারেস্কা। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো ফের্নান্দেসের গোলে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোল হজম করার ৬ মিনিট পরই পালমারকে উঠিয়ে মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে নামান মারেস্কা। ম্যাচ শেষে চেলসি কোচ বললেন,...