রবিবার (২১ সেপ্টেম্বর) চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে এবং কিছু সময়ের জন্য সূর্য আংশিকভাবে ঢেকে যাবে। এতে নির্দিষ্ট সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে না। আজকের গ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে খালি চোখে দেখা যাবে না। বাংলাদেশের মানুষ এটি উপভোগ করতে পারবেন টেলিভিশন বা অনলাইন সম্প্রচারের মাধ্যমে। অন্যদিকে, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের মানুষ সূর্যগ্রহণটি সরাসরি দেখতে পাবেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপ থেকে সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট...