বিজয়ীরা সব প্রশংসা পাবে, এটাই নিয়ম। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেশ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয়ের পর তাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা। যদিও ম্যাচ শুরুর আগে অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরতে রাজি ছিলেন না। পাকিস্তানের স্ট্রিমিং প্লার্টফর্মট্যাপম্যাডের ক্রিকেট শোগেম অন হ্যায়-তে যেমন ম্যাচ শুরুর আগে বাজির পাল্লা শ্রীলঙ্কার দিকেই ভারি ছিল। সঞ্চালিকা ছাড়া এই শো-তে বিশেষজ্ঞ প্যানেলে আছেন চার সাবেক পাকিস্তানি ক্রিকেটার—মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, উমর গুল ও বাজিদ খান। তবে তাঁদের মধ্যে একমাত্র বাজিদ খানই বলেছিলেন, এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। বাকি তিনজনের ফেবারিট ছিল শ্রীলঙ্কা। ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য সবাই মিলেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লিটন দাস ও তাঁর দলের। শুধু আগ্রাসী মনোভাবই নয়, বরং সঠিক পরিকল্পনা, গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করা এবং বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়েই বাংলাদেশ ম্যাচটা নিজেদের...