২০২০ সালে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসা শুরু করে। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জমি দখলে গেলে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।জমিটি উদ্ধার করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। জমিটি মালিকবিহীন হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, ‘সব দাবিদারকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, সবাই ভুয়া মালিক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে।’পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতাজমিটির বাজার মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা।জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এসকে মো. মামুনুর রশীদ দ্রুত ফাইল জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে জেলা প্রশাসক নথিতে স্বাক্ষর করে...