খবর টি পড়েছেন :২১৮শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন বিভাগের উদ্যোগে তাল বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন রাংটিয়া রেঞ্জের গজনী বিটে ৪ শতাধিক তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক জহির আকন এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।ওইসময় আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রেঞ্জ কর্মকর্তা তওহিদুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, র্যাপিড রেস্পন্স বিডি, হেলডস ওপেন স্কাউট গ্রুপসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, বজ্রপাত প্রতিরোধে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এটি শুধু গ্রামীণ জনপদের সৌন্দর্য বাড়ায় না, বরং ঝড়-ঝঞ্ঝার সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষায়ও...