২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম দুর্নীতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় এক ট্রিলিয়ন পেসো আত্মসাতের অভিযোগ ঘিরে দেশের নাগরিকরা সড়কে উত্তাল। ‘ট্রিলিয়ন পেসো মার্চ’ নামে এই বিক্ষোভের উদ্দেশ্য ২০২৩ সালে জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৭.৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক ট্রিলিয়ন পেসো) আত্মসাতের অভিযোগ তুলে ধরা। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এই অভিযোগ করেছে। বিক্ষোভের দিনটির ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মারকোস ফিলিপাইনে মার্শাল ল’ জারি করেছিলেন, যা পরবর্তীতে গণআন্দোলনের মাধ্যমে শেষ হয়। বর্তমানে প্রেসিডেন্ট বংবং মারকোস জুনিয় বলেছেন, জনগণের ক্ষোভ স্বাভাবিক এবং তিনি তাদের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন। বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সম্ভাবনা ঘিরে রাতেই দেশটির পুলিশ ও সেনাবাহিনীর...