রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর বিষয়ে নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ার কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, রাস্তায় নতুন বাস দেখা যাচ্ছে না। পুরোনো বাসগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে অভিযানের ফলে কালো ধোঁয়া নির্গমনকারী বাসের সংখ্যা কমছে। নগরবাসীকে বাঁচাতে দূষণ বন্ধে পাঁচ বছর আগেই কাজ শুরু করার দরকার ছিল। বৈদ্যুতিক বাস আনার মাধ্যমে দূষণ কমানোর বিষয়ে সরকারের কাজের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, নতুন করে বৈদ্যুতিক বাস আনার জন্য কাঠামো স্থাপন, বাজেট নিয়ে আলোচনা ও পরিকল্পনা করতে হবে। এসব করতে সরকারের এক থেকে দেড়...