নড়াইল:নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহালয়া উদযাপন করা হয়েছে। রোববার (২১সেপ্টেম্বর) সকালে নড়াইল সর্বজনীন কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে কর্মসূচির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই পবিত্র দিনে সূচনা হয় দেবীপক্ষের। হিন্দু আচার অনুযায়ী মহালয়া,বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের এই শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ।দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়,সেদিন হয় মহালয়া। মহালয়ার প্রাক-সন্ধ্যায় কাত্যায়নী মুনির কন্যারূপে মহিষাসুর বধের জন্য দেবীদুর্গার আবির্ভাব ঘটে।এ সময় বক্তব্য রাখেন, পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য-সচিব স্বপন কুমার ঘোষ,অনিল কুমার...