রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আনোয়ারা উপজেলার সিএনজি চালক আবদুল হাকিম (৪৫), মোঃ নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি(২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে সিএনজি চালক আবদুল হাকিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে তাদের...