কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ঢাকায় কর্মীদের জড়ো করে টাকা দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে অভিযান চালিয়ে দলটির ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আরও জানানো হয়, মোহাম্মদপুরে পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আহমেদ রবিন ঢাকায় আছেন প্রায় এক বছর ধরে। পুলিশ বলছে, ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় যুবলীগের মিছিল সংগঠিত করেছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করেছেন, মিছিলের জন্য টাকাও দিয়েছেন। এমন অভিযোগে রবিনসহ যশোর ও খুলনার ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। আর গত এক মাসে আটক হয়েছে...