কিশোরগঞ্জে জেলা বিএনপির দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে ভোটের এই ফল ঘোষণা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে বলে জানিয়েছেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর। ভোটে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।...