মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যাকুয়াকালচার শিল্প মূলত ফিডের উপর নির্ভরশীল, তাই ফিডের নিরাপত্তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। নিরাপদ ফিড ব্যবহার মানে নিরাপদ মাছ উৎপাদন, যা শুধু উৎপাদন নয়, টেকসই ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “টেকসই বলতে শুধু শিল্পে টিকে থাকা নয়; বরং পরিবেশ রক্ষা, মানুষের জীবিকা নিশ্চিত এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।” উপদেষ্টা রোববার সকালে উখিয়ার ডেরা রিসোর্টে নেদারল্যান্ডস দূতাবাস ও ফিসটেক বিডি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত "অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স" উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, মৎস্যখাতের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বোঝার জন্য শুধুমাত্র উৎপাদনের পরিমাণ নয়, খাতে কতজন মানুষ যুক্ত রয়েছে—এটাই প্রকৃত সূচক। তাই মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এ খাতে কঠোর নজরদারি বাড়াতে হবে। উপদেষ্টা বলেন,...