দেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে অনুষ্ঠিত হলো সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ গালা অনুষ্ঠান। শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী ব্র্যান্ডগুলোর মাঝে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে করপোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন। এ সময় সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ প্রকাশনাটির প্রচ্ছদও উন্মোচন করা হয়। সুপারব্র্যান্ডস বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী সংস্থা, যা ১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিল এবার নির্বাচিত ব্র্যান্ডগুলোকে ২০ স্কোরের ভিত্তিতে মূল্যায়ন করে। মানদণ্ড হিসেবে বিবেচনায় নেওয়া হয়, ব্র্যান্ডের ঐতিহ্য, গুণগত মান, প্রাসঙ্গিকতা, ভোক্তার আস্থা ও উপস্থিতি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কঠোর মূল্যায়নের মাধ্যমে এ বছরের সুপারব্র্যান্ড নির্বাচন করা...