ঢাকার গুলশান ও বনানী থানার পৃথক তিন নাশকতার মামলায় ছাত্রদলের দণ্ডিত সাবেক ও বর্তমান ৮ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আত্মসমর্পণের পর রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহ-সভাপতি সোহাগ মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু এবং মো. রাসেল। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ‘ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা...