ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হারের পর সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রাথমিকভাবে রাজশাহী, চট্টগ্রাম এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভালো করার দিকেই দৃষ্টি তাদের। এর অংশ হিসেবে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে দুর্বলতা দূর করতে কাজ করছেন দায়িত্বশীল নেতারা। একই সঙ্গে খুব শিগগির সারাদেশের জেলা-উপজেলায় সাংগঠনিক সফর করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ জন্য প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ৩৮টি সাংগঠনিক টিম। তারা প্রতিটি জেলা, উপজেলাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন। সংগঠনের প্রাথমিক মূল্যায়ন হলো–ডাকসু ও জাকসু নির্বাচনে অপ্রত্যাশিত পরাজয়ে মনোবল ভেঙে পড়েছে ছাত্রদলের নেতাকর্মীদের। শুধু ছাত্রদল নয়, এর প্রভাব পড়েছে বিএনপিতেও। দলও যুক্ত হয়েছে কারণ অনুসন্ধানে। ইতোমধ্যে দায়িত্বশীলদের বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। ডাকসু...