আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছার কথা জানানোর পর দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, বিমান ঘাঁটিটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা ‘সম্ভব নয়’। খবর এএফপির। সম্প্রতি যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় প্রথমে ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার একটি ধারণা দেন এবং এরপর গতকাল শনিবার তা না হলে আফগানিস্তানকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুমকিও দেন। তবে শাস্তির বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট এ বিষয়ে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে তাদের কাছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি তা ফিরিয়ে দেওয়া না হয়, তবে খুব খারাপ কিছু হতে যাচ্ছে।’ এ প্রসঙ্গে আজ রোববার (২১ সেপ্টেম্বর) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ...