শহুরে এলাকায় অনেকেরই রান্নাঘর খুব বড় নয়। তবে ছোট মানেই নিরস বা সাধারণ হওয়া উচিত এমন ভাবাও কারণ নেই। পূর্ণ সংস্কার বা ব্যয়বহুল পরিবর্তন না করেও কিছু সৃজনশীল উপায়ে রান্নাঘরে আনা যায় রং, উচ্ছ্বাস আর নিজস্বতা। রান্নাঘরে কেন সাধারণ জিনিস ব্যবহার করবেন, যখন এমন সরঞ্জাম ব্যবহার করা যায় যা দেখলেই আনন্দ জাগে। ছোট রান্নাঘরে বাড়তি সাজসজ্জার জন্য জায়গা কম থাকে। তাই প্রতিদিনকার ব্যবহার্য জিনিসকেই সুন্দর করে ব্যবহার করলে রান্নাঘর নিজেই হয়ে ওঠে শিল্পময়। উদাহরণ দিয়ে অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “রঙিন চায়ের কেটলি, নকশা করা তোয়ালে কিংবা হাতে বানানো বাটি ও কাঠের চামচ ছোট জায়গাতেও এনে দিতে পারে আলাদা উষ্ণতা।” বাজারে এখন হাতে বানানো সিরামিক বাটি, কাঠের তৈরি সরঞ্জাম বা শিল্পীদের বানানো পাত্র রান্নাঘরে শুধু ব্যবহারেই নয়, সৌন্দর্যেও বিশেষ মাত্রা যোগ...