২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম চুয়াডাঙ্গার জীবননগরে যুবদলের উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জীবননগর আখ সেন্টার এলাকায় এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা শহরের প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। এসময় যুবদলের নেতাকর্মীরা বলেন, 'আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭...