দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, তা আগামী ৫০ বছরেও পুনরুদ্ধার করা কঠিন বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি নুরুল হুদা। তিনি বলেছেন, ‘বিগত দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, তা আগামী ৫০ বছরেও পুনরুদ্ধার করা কঠিন।’শনিবার বিকেলে ডেইলি স্টারের উদ্যোগে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা: নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।গোলটেবিল আলোচনায় পুলিশ, আমলা, রাজনীতিক, নাগরিক সমাজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।আলোচনায় সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পুলিশ সংস্কারের অনেক সুযোগ এসেছে, কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি। সমাজে গা-ছাড়া ভাব থাকলে সংস্কার সম্ভব নয়। বিগত দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, তা আগামী ৫০ বছরেও পুনরুদ্ধার করা কঠিন। পুলিশ আইন-১৮৬১ এখনো...