বাণিজ্য ডেস্কঃবিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি তাদের ইলেকট্রিক গাড়ি অ্যাটো ৩-এর নতুন আপগ্রেডেড ভার্সন উন্মোচন করেছে। শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ফ্ল্যাগশিপ শোরুমে আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয়। নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রির সেরা লিথিয়াম আয়রন ফসফেট ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। গাড়িটি ই-প্ল্যাটফর্ম ৩.০ প্রযুক্তি দ্বারা উন্নত পারফরম্যান্স, নিরাপত্তা ও ইন্টেলিজেন্স সুবিধা দিচ্ছে। ইউরো এনসিএপি ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) নতুন ভার্সনের নিরাপত্তা বৈশিষ্ট্য। আপগ্রেডে এসেছে প্রিমিয়াম থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, নতুন কালো হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও বোল্ড...