মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের বলেছে, তাদেরকে অবশ্যই ‘অনুমোদিত নয়’ এমন তথ্য প্রকাশ না করার ব্যাপারে রাজি হতে হবে, নাহলে তাদের পেন্টাগনে ঢোকার অধিকার কেড়ে নেওয়া হতে পারে। এই পরিবর্তন এসেছে একাধিক নতুন বিধিনিষেধের অংশ হিসেবে; সম্প্রতি যুদ্ধ মন্ত্রণালয় নাম নেওয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন ভবনের ভেতর সাংবাদিকদের চলাফেরাও সীমিত করতে চাইছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক তথ্য ফাঁসের পর নতুন এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, বলছে বিবিসি। কিছুদিন আগেই যুদ্ধমন্ত্রীর নতুন খেতাব পাওয়া পিট হেগসেথ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “প্রেস পেন্টাগন চালায় না, চালায় মানুষজন। প্রেসকে এখন থেকে আর নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনাটিতে অবাধে ঘোরাফেরা করতে দেওয়া হবে না। ব্যাজ পরুন এবং নিয়মকানুন মেনে চলুন, না হলে বাড়ি চলে যান।” গণমাধ্যমের সদস্যদের কাছে একটি ব্রিফিং নোটে নতুন এ বিধিনিষেধগুলো পাঠানো হয়েছে; পেন্টাগনে ঢোকার...