গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা হয় ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে টসের পর এবং খেলা শেষে ইচ্ছে করেই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি ভারতীয় ক্রিকেটাররা। হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি করে পাকিস্তাণ সংবাদ সম্মেলন বয়কট করে; এমনকি এশিয়া কাপ বয়কটের হুমকি দেয়। পরে অবশ্য পাইক্রফট ক্ষমা চাওয়ায় আরব আমিরাত ম্যাচে এক ঘণ্টা দেরিতে খেলতে নামে। হ্যান্ডশেকরে সেই বিতর্কের মাঝেই আজ দুবাইয়ে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ-পূর্ববর্তী সেই সংবাদ সম্মেলনে করেনি পাকিস্তান। যে কারণে ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তান শাস্তি পাওয়ার মতো কাজ করেছে।...