
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ. এম. মোশারফ হোসেন। রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন। ডাকসুতে নিজেদের প্রতিনিধি নির্বাচনে গত ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট দেন শিক্ষার্থীরা। এরপর ভোট গণনা শেষে মধ্যরাতের পর সব হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয় বুধবার সকালে। কেন্দীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পায় ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল। ছয় বছর বাদে গত...