কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে মাদক, অস্ত্র ও অনুপ্রবেশ ঠেকাতে নজিরবিহীন নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা। বিজিবি সূত্রে আরও জানা গেছে, নাফ নদীর জেটিতে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি পাঁচ কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্তে সক্ষম। নাফ নদীর ৩৩ কিলোমিটার এবং শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে ছয়টি সার্ভিলেন্স রাডার। তাদের দাবি, এর ফলে চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু প্রবেশ এখন প্রায় অসম্ভব। এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির সার্ভিলেন্স রাডার অপারেটর মো. আজিজুল হক বলেন, ‘এ রাডার সর্বোচ্চ ৯৬ নটিক্যাল মাইল পর্যন্ত কাজ করে। এক নটিক্যাল মাইল সমান এক কিলোমিটার ৮০০ মিটার। ৫ কিলোমিটার এলাকায় অপারেশন কার্যক্রম চালালে...