দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৮:২৪ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় পিস ফ্যাসালিটেটর গ্রুপ(পিএফজি) ও ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি) এর আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১সেপ্টেম্বর রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বর হতে এক শান্তিপদযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে শাপলা কিন্ডার গার্টেন স্কুলের হলরুমে পিএফজির দুপচাঁচিয়া উপজেলা কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পিএফজির অ্যাম্বাসেডর আবুল বাশার, দিহাঙ্গার প্রজেক্ট রাজশাহীর ফিল্ড কোঅর্ডিনেটর রোকনুজ্জামান আহম্মেদ প্রমুখ।এসময় ওয়াইপিএজি দুপচাঁচিয়ার কোঅর্ডিনেটর সাদমান হাফিজ অপু, সহ-কোঅর্ডিনেটর রিয়াদ হোসেন, রাউফুর রাহিম, ডব্লিউএভিই এর কোঅর্ডিনেটর উপাধ্যক্ষ...