২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দিনভর অনশন, বিক্ষোভ, ধস্তাধস্তি আর ভাঙচুরের মধ্যেই শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জুবেরী ভবনের সামনে চরম উত্তেজনার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে উঠতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনকে হাত টেনে সিঁড়িতে ফেলে দেন এবং উপ-রেজিস্ট্রার রবিউল ইসলামের দাঁড়ি ধরে টান ও গলা ধরে ফেলে দেবার ঘটনাও ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ফটকে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তিতে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন। শনিবার পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন৷ বেলা তিনটার দিকে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন প্রশাসনিক ভবন থেকে বের হলে তার গাড়ি আটকে 'ভিক্ষাস্বরূপ টাকা-পয়সা' গাড়ির...