মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বহুতল ভবনটিতে দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যুৎ সংযোগ নেই। লোকবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী মৌজায় ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৮ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি এটির উদ্বোধন করা হয়। এখানে চার বছর মেয়াদি তিনটি কোর্সে রয়েছে। ল্যাবরেটরি, রেডিও গ্রাফি ও ফার্মাসি। বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পাস করার পরে চার বছর মেয়াদি এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। উদ্বোধনের পর ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে তিনটি কোর্সে এখানে ৩৮০ জন শিক্ষার্থী ভর্তি আছেন। তবে বেশিরভাগ শিক্ষার্থী মাদারীপুর জেলার বাইরের। এখানে আবাসিক ও অনাবাসিকের সুবিধা রয়েছে।...