এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক পারফরম্যান্স এবং ম্যাচ শেষে হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট দলকে একহাত দিয়েছেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, পাকিস্তান ক্রিকেট এখন ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট মাঠের ব্যর্থতার দায় এড়িয়ে গিয়ে অজুহাত খুঁজছে। আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কানারিয়া বলেন, ‘পাকিস্তান ক্রিকেট খুবই করুণ অবস্থায় আছে। যখনই কোনো ইস্যু তৈরি হয়, যেমন এবার হ্যান্ডশেক বিতর্ক, তখনই ব্যর্থতার দায় না নিয়ে তারা অন্যদের দোষারোপ শুরু করে। ’ তিনি আরও প্রশ্ন তোলেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সক্ষমতা নিয়ে, ‘২২ কোটি মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচকদের হাতে। কেমন দল বানালেন? কী ধরনের কোচিং দায়িত্ব দিলেন? আপনারা কী গেম প্ল্যান বা কৌশল তৈরি করেছিলেন?’ ভারতের বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করে তিনি স্পষ্ট জানান, দুই দলের মধ্যে...