যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে বলে জানিয়েছেন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও দলটির বর্তমান যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এর বাইরে ছাত্ররা অন্য কোনো নেতৃত্ব গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতি। কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ্যানি বলেন, যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। ছাত্রের বন্ধু ছাত্র হয়, ছাত্রীদের বন্ধু ছাত্রী হয়। যদি এর বাইরে কোনো নেতৃত্ব আমরা চাপিয়ে দেই, জেনারেশন গ্রহণ করবে না। তাহলে জেনারেশন যাতে গ্রহণ করে স্বাভাবিক কারণে আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বে আছি, সে সিদ্ধান্তগুলো নিয়েই তাদের প্রজন্মের, তাদের বন্ধু, তাদের...