শুটিং সেটে আহত হয়েছে বলিউড অভিনেতা সালমান খান। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সালমান খান এবং পুরো টিম লাদাখে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং করেছেন। এমনকি, শরীরের চোট সত্ত্বেও সালমান কম অক্সিজেন এবং চরম খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করেছেন।”আরো পড়ুন:ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’যে কারণে গরুর মাংস খায় না সালমানের পরিবার অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় কর্নেল সন্তোষের চরিত্রে অভিনয় করার জন্য সালমান খান নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন। তবে শুটিং সেটে কীভাবে, কোথায় আঘাত পেয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। এ বিষয়ে সূত্রটি বলেন, “টিমটি অ্যাকশন এবং আবেগঘন দৃশ্যগুলো প্রকৃত লোকেশনে শুট করেছে। শুটিং চলাকালীন সালমান খান ছোটখাটো কিছু আঘাত...