দেশের শিক্ষাব্যবস্থায় মেধা যাচাইয়ের মান বাড়াতে এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা বুঝতে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা মূল্যায়নে বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষার্থী যা লিখেছে সে অনুযায়ী যেন নম্বর পায়, কম বা বেশি নয়, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। ‘সহানুভূতির নম্বর’ দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। শিক্ষা বোর্ডে সূত্রে জানা গেছে, এবার এইচএসসির পরীক্ষকরা বোর্ড থেকে খাতা নেওয়ার সময় কড়া নির্দেশনা দিয়ে বলা হয়েছে প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে, উত্তরপত্রে শুধু তা-ই বিবেচনায় আনতে হবে। অতিরিক্ত তথ্য লিখলে বা যথাযথ উত্তর না লিখলেও নম্বর বাড়িয়ে দেওয়ার যে এক ধরনের রীতি অতীতে চালু ছিল তা করা যাবে না। শিক্ষা বোর্ড স্পষ্ট নির্দেশনা দিয়েছে, মূল প্রশ্নের নির্ধারিত উত্তর না লিখলে নম্বর পাওয়া যাবে না। আংশিক উত্তর লিখলে পূর্ণ নম্বর...