২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম কুষ্টিয়ায় আধুনিক মানের পশু জবাই কেন্দ্র বা কসাইখানা (স্লাটার হাউজ) নির্মাণকাজ শুরু হলেও রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন ঠিকাদার। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য এ প্রকল্পটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় শহরের জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। এ ছাড়া নির্মাণাধীন কসাইখানার অবকাঠামো অযত্ন-অবহেলায় নষ্ট হওয়ার পাশাপাশি সন্ধ্যার পর সেখানে বসে মাদকের আড্ডা। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় কুষ্টিয়ার পৌর ২১নং ওয়ার্ডের লাহিনী পশ্চিমপাড়া ক্যানাল সংলগ্ন রাস্তার সঙ্গে এ আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নেয়। দুই বছর আগে পৌরসভা ৫০ শতক জমি হস্তান্তর করে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে। কসাইখানার নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইলেকট্রো গ্লোব, এই প্রতিষ্ঠানের ঠিকাদার মো.আসাদুজ্জামান। প্রকল্পের...