২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে নেই নিয়মিত মুখ ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও কারিম জানাত। দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁ-হাতি পেসার বশির আহমাদ ও ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল। তারাখিল আছেন কেবল টি-টোয়েন্টি দলে। ২০ বছর বয়সী বশির ঘরোয়া ক্রিকেটে ৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪টি এবং ১৪টি টি-টোয়েন্টিতে ১২ উইকেট শিকার করেছেন। ১৮ বছর বয়সী তারাখিল ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫ হাফ-সেঞ্চুরিতে ৭৯৪ রান করেন। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে ৯ ইনিংসে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্ট্রাইক রেটে তৃতীয় সর্বোচ্চ ২৯৮ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও...