দেশের ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ৭ থেকে ৯টি ব্যাংক আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। বাকি প্রায় ৪০টি ব্যাংকের মান খুবই দুর্বল। এ ছাড়া প্রায় ১৫টি ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে রয়েছে। এর মধ্যে কিছু সমস্যাগ্রস্ত ব্যাংকে আমানতকারীরা চরম দুর্ভোগে আছেন। ব্যাংকগুলো থেকে আমানতকারীদের বড় অঙ্কের জমাকৃত অর্থ মাসে মাসে সামান্য পরিমাণে ফেরত দেওয়া হচ্ছে। যা বহু বছরের অনিয়ন্ত্রিত লুটপাটের ফল। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওবাব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে ‘ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ- ব্যাংক গভর্ন্যান্সে প্রভাব’ শীর্ষক সেমিনারে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন এসব কথা বলেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির ওটিএইচ অ্যামবার্গ ওয়েইডেনের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মাশরুর আরেফিন বলেন, ‘‘দেশের ব্যাংকিং খাতে মোট...