বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে জেনারেশন জেড বা জেন জি প্রজন্মের নেতৃত্বে আন্দোলন। দক্ষিণ এশিয়া থেকে লাতিন আমেরিকা, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র—কোথাও দুর্নীতি, কোথাও চাকরির সংকট, কোথাও আবার বাজেট কাটছাঁট বা অভিবাসন ইস্যুতে রাস্তায় নামছে তরুণরা। এতে একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, প্রশ্ন উঠছে ছাত্র আন্দোলনের মুখে সরকার টিকে থাকবে তো? একনজরে দেখে নেওয়া যাক সম্প্রতি কোন কোন দেশে জেন জি আন্দোলন হয়েছে বা হচ্ছে- নেপালের সাম্প্রতিক জেন জি আন্দোলনের খবর প্রায় সবারই জানা। দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে দেশটির তরুণ প্রজন্ম। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে প্রাণ যায় অন্তত ১৯ জনের। পরদিন বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এবার আন্দোলন ফিলিপাইনে, দুর্নীতি-স্বজনপ্রীতির বিরুদ্ধে...