বিদেশি শক্তির ইন্ধনে ড. ইউনূসকে সরকারপ্রধান করার প্রস্তাব সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষগ্রহণ শেষে রোববার (২১ সেপ্টেম্বর) নাহিদ ইসলামকে জেরা করেন আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরার জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি মামলার আসামি হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য জবানবন্দি ও জেরার সময় তাকে আগের মতো আজও ট্রাইব্যুনালে হাজির করা হয়। জেরার জবাবে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম জানান, এটা সত্য নয় যে ৩ আগস্ট সরকার পতনের এক...