নতুন করে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সর্বকালের গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে। জনগণের রায়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি চায়।কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্ব পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি পূজা মণ্ডপের নেতাদের কাছে অনুদান বিতরন অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সৌহার্দ সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশের ভূখণ্ডে সকল নাগরিকের সমান অধিকার। সব ধর্মের লোক সমান মর্যাদার অধিকারী। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। এই ঐতিহ্য সৌহার্দ ও সম্প্রীতির...