বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার তফসিল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। এরপর আজ আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা৩০ সেপ্টেম্বর –...